বীরগঞ্জ-কাহারোল আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাসচাপায় মো. শামীম (১৭) নামে এক বাকপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছে। নিহত মো. শামীম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাবোর ইউপি’র ডুডিয়া গ্রামের মো. কুসমুত আলীর ছেলে।
শুক্রবার দুপুর ১২টার দিকে বীরগঞ্জ-পীরগঞ্জ আঞ্চলিক সড়কের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জড়ননন্দ বাজার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাহারোল ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় জানান, শুক্রবার দুপুরে জয়নন্দ বাজার মসজিদের সামনে বীরগঞ্জ-পীরগঞ্জ আঞ্চলিক সড়ক রাস্তা পারাপারের জন্য বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল ডুডিয়া গ্রামের বাকপ্রতিবন্ধী মো. শামীম। এ সময় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা হতে একটি যাত্রীবাহী বাস বীরগঞ্জ উপজেলা হয়ে দিনাজপুর যাওয়ার পথে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. শামীম মারা যায়।
কাহারোল থানার এসআই প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসী ধাওয়া দিয়ে বাসটিকে বলেয়া বাজারে আটক করে। এ সময় চালক হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
বিডি প্রতিদিন/৪ মে ২০১৮/হিমেল