'আম্মা প্রাইভেট পইড়া আইসা জুম্মার নামাজ পড়ুম। তারপর তোমার হাতের রান্না করা মাংস খামু’- এ কথাগুলো বলেই ঘর হতে বের হয়েছিলো মনির। প্রাইভেট পড়া শেষ করে বাড়ি আসার পথেই বজ্রপাতে প্রাণ হারায় সে। আজ দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
মনির ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাঠামারা গ্রামের মো. জিতু মিয়ার ছেলে এবং উপজেলার ছলিমাবাদ স্কুলের ৯ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রাইভেট পড়ে বাড়ি আসার পথে আকষ্মিক বজ্রপাতে মো. মনির হোসেনের মৃত্যু হয়। এরপর এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে
বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মনিরের বন্ধুরা জানায়, মনিরের স্কুলে পরীক্ষা চলছিলো। মনির পড়ালেখায় বেশ মেধাবী ছিলো।
বিডি প্রতিদিন/৪ মে ২০১৮/হিমেল