মাগুরা জেলার শ্রীপুর উপজেলা জাসদের (ইনু) সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা মহেশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকালে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি এডভোকেট রবিউল আলম।
শ্রীপুর উপজেলা জাসদের সভাপতি কাজী জিন্নাতুল নুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ওবায়দুর রমান, রোকনুজ্জামান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জাহিদ আলম, আব্দুল মতিন মিয়া, আবু সালেহ সিদ্দিকী, জেলা জাসদ নেতা কামরুজ্জামান চপল, সমীর চক্রবর্তী,দেলোয়ার হোসেন দিলু ও নুরুল আমীন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন