শরীয়তপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল রশিদ (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ওই শিশুটির পিতা পালং মডেল থানায় অভিযোগ করলে রাতে তাকে গ্রেফতার করা হয়।
আটক আ. রশিদ মাঝি জেলার ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের মজিবর মাঝীর ছেলে। তিনি শরীয়তপুর পৌরসভার স্বর্নঘোষ গ্রামে সৌদী আরব প্রবাসী আনোয়ার বেপারী বসতবাড়ি দেখা শোনার দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে আ. রশিদ বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে জোরপূর্বক স্থানীয় প্রতিবেশী (আলী আশ্রাফ মৃধার) ১০ বছর বয়সী মেয়েকে ভয়ভীতি দেখিয়ে বাথরুমে আটকে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে প্রতিবেশী আবুল বাশার ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় পালং মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে শিশুটির পিতা। পরে পুলিশ ধর্ষক আ. রশিদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রত্যেক্ষদর্শী আবুল বাশার জানান, আমি আনোয়ার বেপারীর বাড়ির সামনে দিয়ে আমার বাড়ির দিকে যাচ্ছিলাম তখন এই বাড়ির ভিতরে চেঁচামেচির শব্দ পেয়ে ভিতরে ঢুকে দেখি বাথরুম আটকানো তার ছেলে ডাকা ডাকি করছে কিন্তু খুলছেনা। তখন আমি ডাকলে রশিদ বাথরুম খুলে বের হয়ে দৌড়ে পালায়। তখনি আমি শিশুটির বাড়িতে খবর দেই।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শিশু ধর্ষেণের অভিযোগ পেয়ে পুলিশ ধর্ষককে গ্রেফতার করে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
বিডি প্রতিদিন/৪ মে ২০১৮/হিমেল