বগুড়ার বৃন্দাবন দক্ষিন পাড়া এলাকায় শাহানাজ পারভীন (৩৮) নামে এক গৃহবধূকে দাহ্য পদার্থ গায়ে ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। শুক্রবার দুপুরে গুরুতর আহত অবস্থায় সেই গৃহবধূকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও গৃহবধূর পরিবারের লোকজন জানায়, টুটুল নামে এক ব্যক্তির নিকট থেকে জায়গা কিনে বাড়ি করা নিয়ে বিরোধ ছিলো। গৃহবধূর স্বামী আব্দুর রহমান বিদেশে থাকেন। দুপুরে টুটুল নামে ওই ব্যক্তি বাড়িতে ঢুকে কথা বলার এক পর্যায়ে বোতলে আনা দাহ্য পদার্থ গৃহবধূর গায়ে ঢেলে দেয়। এসময় বাড়িতে পারভীনের ১০ বছর বয়সী মেয়ে ছাড়া অন্য কেউ ছিলো না।
পুলিশ জানায়, গায়ে কিছু ঢেলে দেয়ার পর আগুন ধরিয়ে পারভীনকে হত্যার চেষ্টা চালান হয়। এতে তার মুখসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। ঘটনার পর পরেই হামলাকারী ব্যক্তি পালিয়ে যায়।
এব্যাপারে বগুড়ার ফুলবাড়ি ফাড়ির পুলিশ পুলিশ পরিদর্শক আমবার হোসেন জানিয়েছেন, তারা ইতোমধ্যে টুটুল নামে ওই ব্যক্তিকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর