ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে নিপা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে এ ঘটনা ঘটে।
সে উপজেলার সাতগাঁও গ্রামের আব্দুল লতিফ মিয়ার মেয়ে। নিপা স্থানীয় দাউদপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।
চান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান এ এম শামীউল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৮/আরাফাত