রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় ড্রোনের ধ্বংসাবশেষ থেকে একটি ভবনের ছাদে আগুন লাগে। তবে কেউ আহত হয়নি বলে জানিয়েছেন রোস্তভের ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার। তিনি জানান, ১৫ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাতভর তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ২৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে ১৫টি রোস্তভ অঞ্চলে ধ্বংস করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে কয়েকটি বাড়ির ছাদ ও দেওয়াল ক্ষতিগ্রস্ত করে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস জানিয়েছে, রোস্তভ-অন-ডনের কেন্দ্রীয় এলাকায় অন্তত সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেন এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা বাড়িয়েছে। কিয়েভ বলছে, রাশিয়ার অব্যাহত হামলার জবাব দিতেই তারা এ ধরনের পাল্টা আক্রমণ চালাচ্ছে।
রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই দাবি করছে, তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণকে টার্গেট করছে না। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়েই এই যুদ্ধ শুরু হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল