ফেনীর দাগনভূঁঞায় মুসা আলম মাসুদ নামে এক সন্ত্রাসী পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। উপজেলার জয়লষ্কর ইউনিয়নের খুশীপুর ব্রিজ এলাকায় গতকাল রাতে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
নিহত মাসুদ উপজেলার জয়লষ্কর ইউনিয়নের খুশীপুর এলাকার শাহ আলমের ছেলে।
নিহতের বিরুদ্ধে দাগনভূঁঞা থানায় দু’টি ধর্ষণ, দু’টি ডাকাতি ও হত্যা মামলাসহ ছয়টি মামলা রয়েছে জানিয়ে দাগনভূঁঞা থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ জানান, রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী মাসুদ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার