রমজানের পবিত্রতা রক্ষায় ময়মনসিংহের ফুলপুরে আজ সকাল সোয়া ১১টার দিকে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাহে রমজানের আগমন, আহ্লান সাহ্লান। দিনের বেলায় হোটেল রেস্তোরা, বন্ধ কর, করতে হবে’ ইত্যাদি স্লোগানে র্যালিটি ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড ও পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভুঁইয়া। র্যালিতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষকবৃন্দসহ ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালি শেষে ইসলামিক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা রিসোর্স সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখতে ও রমজানের পবিত্রতা রক্ষায় সবার মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক জুমার খুৎবায় আলোচনা করতে বিভিন্ন মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভুঁইয়া, ফিল্ড সুপার ভাইজার মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা মডেল কেয়ার টেকার হাফেজ মাওলানা আসাদুজ্জামান জলিল, সাধারণ কেয়ার টেকার ক্বারী ফজলুল হক আকন্দ, আল আমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার