নাটোরের বাগাতিপাড়ায় দয়ারামপুরের বিদ্যুৎ নগর গ্রামে বড়াল নদীর ওপর সাত কোটি টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রধান অতিথি থেকে এ কাজের উদ্বোধন করেন। বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ব্রীজটি নির্মাণ করা হচ্ছে। আগামী ২০১৯ সালের ৩০ মে এর মধ্যে কাজটি শেষ হওয়ার কথা রয়েছে।
বড়াল নদীর ওপর ৯৮মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজটি নির্র্মানে চুক্তিমূল্য ধরা হয়েছে ৭ কোটি ৯৪ হাজার ৭শ’ ৯৬ টাকা। ব্রীজটি নির্মান কাজের উদ্বোধন উপলক্ষে বিদ্যুৎনগরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মিঠুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন লালপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আঃ সাত্তার হিরু, বাগাতিপাড়া উপজেলা কৃষকলীগ সভাপতি মেহেদী হাসান দোলন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহ আলম, প্রধান শিক্ষক আনছার আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর