চাঁপাইনবাবগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ।
আজ রবিবার বেলা ১১টায় নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদর উপজেলায় বাস্তবায়িত উন্নয়ন কাজের এবং বাস্তবায়নাধীন কাজের ফিরিস্তি তুলে ধরেন সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ।
তিনি সাংবাদিকদের জানান, বর্তমানে ১৫৯ কোটি টাকা ব্যয়ে জেলার বৃহৎ রাবার ড্যাম প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে। ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে প্রকল্পের জন্য ১ কোটি টাকা বরাদ্দও দেয়া হয়েছে।
তিনি জেলার উন্নয়নে সাংবাদিকদের এগিয়ে আসারও আহ্বান জানান।
এসময় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টিটো, নবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ মিনহাজ উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন