কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলা মামলার চার আসামিকে আদালতে হাজির করা হয়েছে। নিয়মিত হাজিরার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে হাজির করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে।
আসামিরা হলেন চাঁপাই নবাবগঞ্জের মিজানুর রহমান ওরফে বড় মিজান ওরফে বোমা মিজান, কুষ্টিয়ার আব্দুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, গাইবান্ধার আনোয়ার হোসেন ও কিশোরগঞ্জের জাহিদুল হক তানিম।
এদিন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন আগামী ১২ আগস্ট মামলাটির পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, ২০১৬ সালে ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে জঙ্গি হামলার ঘটনাটি ঘটে। হামলায় আনসারুল হক ও জহিরুল ইসলাম নামে দু'জন পুলিশ সদস্য, স্থানীয় গৃহবধূ ঝরনা রাণী ভৌমিক ও আবির রহমান এক জঙ্গি নিহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলাটি এখনো বিচারধীন।
বিডি-প্রতিদিন/২৮ জুন, ২০১৮/মাহবুব