সিরাজগঞ্জের বেলকুচিতে নুরুল ইসলাম (৫০) নামে এক তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বেলকুচি উপজলোর ধুকুরিয়া বেড়া এলাকায় একটি ক্ষেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করেন।
নিহত নরুল ইসলাম ধুকুরিয়া বেড়া পশ্চিমপাড়া গ্রামের সওদাগর ব্যাপারীর ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সকালে ধুকুরিয়া একটি জমিতে তাঁত শ্রমিক নুরুল ইসলামরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, নিহত নুরুল ইসলামরে বাড়ি বেলকুচিতে হলেও এনায়তেপুর থানার মবুপুরে শ্বশুর বাড়িতে বসবাস করতো এবং টাঙ্গাইলে তাঁত শ্রমিকের কাজ করতো। দুদিন আগে সে বাড়িতে আসে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করে জমির মধ্যে লাশ ফেলে রাখে দুবৃর্ত্তরা। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম