নিখোঁজের চার দিন পর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা মানষিক ভারসাম্যহীন রুহিনি শীল'র (৭০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। আজ সকালে সুবিদখালী ব্রিজ সংলগ্ন বেড়েরধন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
নিহতের মেয়ে বিষ্ণু রানীর বরাত দিয়ে পুলিশ জানায়, রুহিনি শীল মানষিক ভারসাম্যহীন অবস্থায় গত রবিবার তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। বৃহষ্পতিবার সকালে ঐ নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়দের খবরে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে নিহতের মেয়ে বিষ্ণু রানী পিতার লাশটি সনাক্ত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার