সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলে সাইফুল ইসলাম নামে এক মাদক ব্যাবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী গ্রুপ। বুধবার গভীর রাতে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের তিন রাস্তা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহত মাদক ব্যবসায়ী কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি ও স্থানীয় এলাকাবাসীরা জানান, সাইফুল ইসলাম এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সম্প্রতি এলাকার ও বিভিন্ন জায়গার মাদক ব্যবসায়ীদের সাথে তার মনোমালিন্য হয়। এর জের ধরে সে প্রতিপক্ষ মাদক ব্যাবসায়ীদের মালামাল পুলিশের কাছে ধরিয়ে দিতে থাকে। এ নিয়ে প্রতিপক্ষ মাদক ব্যাবসায়িদরে একটি গ্রুপ প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। বুধবার গভীর রাতে সাইফুল ইসলাম মটর সাইকেলযোগে রামকুষ্ণপুর তিনরাস্তা মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ মাদক ব্যাবসায়ীরা তাকে পথরোধ করে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে পালিয়ে যায়। সাইফুলের আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে আমি ঘটনটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার