ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের কামারহেলা গ্রামে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা মার সাথে অভিমান করে ওমর শেখ (২৬) নামের এক যুবক গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছেন।
পরিবার ও এলাকা সূত্রে জানা যায়, কামারহেলা গ্রামের ওমর শেখ তার বাবা-মাকে মোটরসাইকেল কিনে দিতে বলে। তাকে মোটরসাইকেল কিনে না দেওয়ায় গত শুক্রবার বিকেলে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাকে আহত অবস্থায় প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে গত বুধবার রাতে সে মারা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার