পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে ১৩ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার (২৮) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে কুয়াকাটা পৌর শহরের পাঞ্জুপাড়া থেকে মহিপুর থানা পুলিশ তাকে আটক করেছে। রাসেল ওই এলাকার রত্তন হাওলাদারের ছেলে এবং কুয়াকাটা পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মহিপুর এসআই হাফিজুর রহমান জানান, আটক রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার