বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আওয়ামী লীগ সরকারের নৈরাজ্য বন্ধ, গণতন্ত্র পুনরুদ্ধার ও বৃহত্তর জাতীয় ঐক্যের স্বার্থে কৃষক শ্রমিক জনতালীগ ও বিএনপি একত্রে কাজ করবে।
বুধবার রাত নয়টায় টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচনী বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ভোট ডাকাতকে ধরতে বিএনপির নেতাকর্মীদের এক হয়ে সংগ্রাম করার আহ্বান জানানো হয়েছিল। তারা আমার সেই আহবানে সাড়া দিয়েছে আমি তাদেরকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।
তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যদি আবার ভোট গণনা করা হয়, তাহলে প্রায় দুই লাখ ভোট বেশি পেয়ে বিএনপির প্রার্থীর বিজয় হবে। এভাবে একটি দেশে চলতে পারে না। পৃথিবীর কোথাও ১১টার মধ্যে ব্যালট পেপার শেষ হয়ে যায় না। কিন্তু গাজীপুরের নির্বাচনে বেলা ১১টায় ব্যালট পেপার ফুরিয়ে গেছে। নির্বাচনে ভোট গণনার আগ পর্যন্ত রিটার্নিং ও প্রিজাইডিং অফিসাররা কোন কেন্দ্রে কতো ভোট পড়েছে কখনও সেই হিসাব দিতে পারেনি। এটা হিসাব দেওয়ার বিধি-বিধান রয়েছে।’
তিনি আরও বলেন, ‘যে বিচারক বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছে। এক সময় হয়তো তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।
এদিকে কেন্দ্রীয় বিএনপি’র নীতি নির্ধারকের পক্ষ থেকে বাসাইল পৌরসভা নির্বাচনে বিএনপি’র প্রার্থী এনামুল করিম অটলের প্রার্থীতা প্রত্যাহার করে গামছা মার্কার হয়ে কাজ করার জন্য বলা হয়েছে। কিন্তু তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন। সভা শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা প্রতিকের মেয়র প্রার্থী রাহাত হাসান টিপুর সমর্থনে উপজেলা সদরে মিছিল বের করা হয়।
জেলা বিএনপি’র সভাপতি শামছুল আলম বলেন, কেন্দ্রীয় বিএনপি’র নীতি নির্ধারকের নির্দেশনায় প্রার্থীতা প্রত্যাহার করা হয়েছে। তিনি বাসাইল পৌরসভায় বিএনপির নেতাকর্মীদের গামছা মার্কার হয়ে কাজ করার আহ্বান জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, বাসাইল পৌর বিএনপির অধিকাংশ নেতাকর্মী দলের হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে কৃষক শ্রমিক জনতা লীগের মেয়র প্রার্থীর পক্ষে কাজ শুরু করেছে। বিএনপির মেয়র প্রার্থী এনামুল করিম অটল নির্বাচন থেকে সড়ে যাবেন বলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। অন্যথায় তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্ধিতা করছেন। এ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়ছেন মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ।
উল্লেখ্য, পৌরসভার ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪০০। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৫ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৯২৫জন। আগামী ৩০ জুন এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন