টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের একদিন পর আনিসুর রহমান তুলা (৪৫) নামের এক মাদ্রাসার সহকারি শিক্ষকের হাত-পা বাঁধা অবস্থায় পুকুর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর এলাকার নিজ বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আনিসুর রহমান ওই গ্রামের ছাত্তার মাস্টারের ছেলে।
নিহতের বড় ভাই টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী জানান, বুধবার রাত আটটার দিকে বাড়ি থেকে আনিসুর বের হয়ে যায়। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার দুপুরে কালিহাতী থানায় ভাই নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনসুর আলী আরিফ জানান, বিকেলে স্থানীয় যুবকরা বল খেলা শেষে ওই পুকুরে গোসল করতে নামে। এসময় তাদের পায়ের সাথে নিহতের লাশের ছোয়া লাগে। পরে তারা লাশটি পুকুরের তীরে উঠালে খবর পেয়ে পরিবারের লোকজন হাত-পা ও শরীর ইট দিয়ে বাঁধা লাশটি আনিসুর রহমান তুলা বলে সনাক্ত করে। ময়না তদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার