ঠাকুরগাও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের দ্বিতল ভবনে আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলে।
এ নির্বাচনে সভাপতি হিসেবে মনসুর আলী (দৈনিক করতোয়া) ও লুৎফর রহমান মিঠু (এনটিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি জাকির মোস্তাফিজ মিলু (এসএটিভি), সহ-সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার রাসেল (এটিএন বাংলা), ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান শামীম (বাংলাদেশ সময়), অর্থ সম্পাদক- রফিকুল ইসলাম রোহান (মাইটিভি), দপ্তর সম্পাদক- তানভীর হাসান তানু (দৈনিক ইত্তেফাক), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- শামসুজ্জোহা (দীপ্ত টিভি) ও নির্বাহী সদস্য যথাক্রমে আব্দুল লতিফ (ইউএনবি), ফজলে ইমাম বুলবুল (বৈশাখী টিভি) ও রবিউল আহসান রিপন (ডিবিসি) নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে সভাপতি প্রার্থী ছিলেন তিনজন যথাক্রমে আখতার হোসেন রাজা (বিটিভি), রফিকুল ইসলাম-(দৈনিক ইনকিলাব), মনসুর আলী (দৈনিক করতোয়া), সহ-সভাপতি- প্রার্থী ছিলেন দুই জন শাহিন ফেরদৌস (দৈনিক খবর) ও জাকির মোস্তাফিজ মিলু (এসএ টিভি), সাধারণ সম্পাদক-দুইজন প্রাথী ছিলেন লুৎফর রহমান মিঠু (এনটিভি) ও বদরুল ইসলাম বিপ্লব (মাছরাঙ্গা টিভি), সহ-সাধারণ সম্পাদক- দুইজন প্রার্ধী ছিলেন ফিরোজ আমিন রাসেল (এটিএন বাংলা) ও জিয়াউর রহমান বকুল (সময় টিভি), কোষাধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল ইসলাম রোহান (মাই টিভি),দপ্তর সম্পাদক-তানভির হাসান তানু (দৈনিক ইত্তেফাক), ক্রিড়া সম্পাদক-আসাদুজ্জামান শামীম-(বাংলাদেশ সময়),সাহিত্য সম্পাদক-গোলাম সারওয়ার সম্রাট-(দৈনিক নয়াদিগন্ত) ও শামসুজ্জোহা (দীপ্ত টিভি)। নির্বাহী কমিটির সদস্য প্রার্থী ছিলেন যথাক্রমে পার্থ সারথী দাস-(যমুনা টিভি),আব্দুল লতিফ-(ইউএনবি),আব্দুল্লাহ হক দুলাল- (দৈনিক সোনালী খবর), নুর আফতাব রূপম-(ডেইলি নিউ এইজ),ফজলে ইমাম বুলবুল-(বৈশাখী টিভি) ও রবিউল আহসান রিপন (ডিবিসি)।
নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচনটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইফতেখার ইউনুস। এ নির্বাচনে ৩১ জন সদস্যের মধ্যে ৩০ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার