চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত সেই পথচারীর নাম রেজাউল (৪৫)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিবগঞ্জ-কানসাট মহাসড়কে পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেজাউল শিবগঞ্জ উপজেলার দোভাগী গ্রামের তফজুল হকের ছেলে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবু শাহদাৎ মাহফুজ জানান, রাতে ওই মহাসড়কের পুকুরিয়া এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুত্বর আহত হন পথচারী রেজাউল। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর