কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৫৭০০ পিস ইয়াবাসহ ৬ নারী ও ৩ পুরুষকে আটক করেছে পুলিশ। গত বুধবার ও বৃহস্পতিবার টেকনাফের বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানায়, বুধবার ও বৃহস্পতিবার টেকনাফ সদরের কচুবনিয়া এলাকার মোঃ হোসেনের বসত ঘরে ইয়াবা মজুদের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আতিক উদ্দিন, পুলিশ পরিদর্শক (অপারেশন) রাজু আহম্মদ, উপ-পরিদর্শক আতিকুল ইসলাম, উপ-পরিদর্শক মহির উদ্দিন, উপ-পরিদর্শক সোহেল মিয়া, উপ-পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন ভূইয়া, উপ-পরিদর্শক শাজাহানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এসময় টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার সব্বির আহমদের স্ত্রী রাজিয়া আক্তার(২৫), একই এলাকার মৃত বশির আহম্মদের মেয়ে মাইমুনা খাতুন(২৭),জহির আহম্মদের স্ত্রী মমতাজ বেগম(২৭), মোঃ হোসেনের স্ত্রী সুমাইয়া আক্তার(১৯),উত্তর জালিয়া পাড়া এলাকার শাহ আলমের স্ত্রী মুবিনা খাতুন(২৩), একই এলাকার মৃত মোক্তার আহমদের ছেলে শাহ আলম,সাবরাং চান্দুলী পাড়া এলাকার আব্দুর রহমানে মেয়ে সামিনা আক্তার(২২), কচুবনিয়া এলাকার নুর আহমদের ছেলে দিলদার মিয়া (২২) কে আটক করা হয়।
এছাড়া একই দিনে টেকনাফ থানার পুলিশ পৌরসভার নাইট্যংপাড়া পুরাতন বাসস্টেশনের সামনে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া এলাকার মোঃ হাশিমের ছেলে মোঃ হাসান আলী (৩৯) আটক করে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ূয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বিরোধী পৃথক অভিযানে ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর