সাভারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তর (ডিবি)'র কাছ থেকে এক মাদক মামলার আসামি পালিয়ে যায়। পরে তাকে দ্রুত দৌঁড়ে গিয়ে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে। ডিবি পুলিশের ঢাকা জেলা উত্তরের ওসি এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বাজার বাসস্ট্যান্ডে সাভার নিউ মার্কেটের দক্ষিণপাশে ওভার ব্রীজের নীচে আদালতের উদ্দেশ্যে পুলিশের প্রিজন ভ্যানে আসামিদের উঠিয়ে দেওয়ার অপেক্ষাকালে হ্যান্ডকাফ খুলে পলায়ন করে মাদক ব্যবসায়ী গিট্টু রাজু। সঙ্গে সঙ্গে পুলিশ সেই আসামির পিছু ধাওয়া করে প্রায় ৪০০ গজ দূরে চাপাইন রোডের ৭তলা ভবনের সামনে থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
মাদক ব্যবসায়ী গিট্টু রাজুকে ডগরমোড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে ডিবি পুলিশ আটক করেছিলো। গিট্টু রাজু ডগরমোড়া এলাকার ভাড়াটিয়া তাহের মিয়ার ছেলে। তাহের মিয়া ডগরমোড়া এলাকায় ভাড়া থেকে রড মিস্ত্রির কাজ করে। গিট্টু রাজুর বিরুদ্ধে মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় চুরি ছিনতাইয়ের রয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা সোয়া ১২টারদিকে ডিবি পুলিশের সদস্যরা আটককৃত হলো রমিজ ,রাজু, ও আজগর ৩ জন মাদক ব্যবসায়ীকে কোর্টে চালান করার উদ্দেশ্যে সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটের পাশে পুলিশ প্রিজন ভ্যানে উঠিয়ে দেওয়া জন্য অপেক্ষা করতে থাকে। এসময় তিনজন আসামির মধ্যে গিট্টু রাজু নামের মাদক মামলার আসামি ডিবি পুলিশের ব্যবহারকৃত হ্যান্ডকাফটি কৌশলে খুলে দৌঁড়ে পালিয়ে যায়। এসময় ডিবি পুলিশের কয়েকজন সদস্যা সেই আসামির পিছু ধাওয়া করে চাপাইনরোডের সাততলা মোড়ের সামনে থেকে আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ওসি এফ এম সায়েদ বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করে বলেন, পুলিশ ভ্যানে উঠিয়ে দেওয়ার জন্য তিনজন আসামিকে নিউ মার্কেটের সামনে নিয়ে যাওয়া হয়। এসময় একজন আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো। তবে তাতক্ষণিকভাবে তাকে আটক করে পুলিশ প্রিজন ভ্যানে উঠিয়ে দিয়ে কোর্টে সোর্পদ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর