নেত্রকোনায় একাধিক মামলার আসামি মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন মোটরসাইকেল চোর চক্রের সদস্য চন্দন চন্দ্র দাস (২৭), ফয়সাল হাওলাদার (৩৫) ও মো. সাদ্দাম হোসেন (২৪)।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারের সময় মাদক তাদের কাছ থেকে ১৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে নতুন করে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর