কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আড়িয়াল খাঁ নদ থেকে আবুল কাশেম (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে আড়িয়াল খাঁ নদের টেকামারা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কাশেম উপজেলার দড়িচড়িয়াকোনার মৃত শুক্কুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ জুন) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি আবুল কাশেম। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা পরদিন দুপুরে ওই ব্যক্তির মরদেহ আড়িয়াল খাঁ নদে ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
বিডি প্রতিদিন/২৯ জুন ২০১৮/হিমেল