ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে গলায় ফাঁস নিয়ে এক কৃষক আত্মহত্যা করেছে। পরমেশ্বরদী গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জানা যায়, পরমেশ্বরদী গ্রামের সেকেন খালাসীর ছেলে রতন খালাসী (৩৫) পারিবারিক কলহের জের ধরে সোয়ার ঘরের আড়ার সাথে গামছা দিয়ে ফাঁস নেয়। পরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম তাকে মৃত ঘোষণা করেন। রতন পেশায় কৃষক।
ডা. মোরশেদ আলম বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। এ ব্যাপারে থানার (ওসি তদন্ত) মো. সহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ জুন ২০১৮/হিমেল