ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ উপলক্ষে আজ ‘সিদু-কানু দিবস’ পালন করা হয়েছে। সকাল ৯টায় দিনাজপুর সুইহারি নভারা জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে চাম্পাগাড়-এর আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
সকাল ৯টায় সুইহারি প্যারিশ ক্যাম্পাস হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নভারা স্কুল প্রাঙ্গণে শেষ হয়। সকাল ১০টায় নভারা স্কুল প্রাঙ্গণে সিদু-কানু’র অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুইহরি মিশন-এর সহকারি পালপরোহিত ফাদার যোসেফ মূর্মু।
অনুষ্ঠানে চাম্পাগাড়-এর সভাপতি ফাদার লাজারুশ সরেন’র সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফাদার ফ্রান্সিস মূর্মু, সদস্য সুশীলা টুডু, জুলিয়ান সরেন, রবি মার্ডী, সহ-সভাপতি যোগেন জুলিয়ান বেসরা প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সালভাতর পাউরিয়া ও মাইকেল মার্ডী।
বিডি প্রতিদিন/২৯ জুন ২০১৮/হিমেল