নোয়াখালী পুলিশ সুপারের সভাকক্ষে বৃহস্পতিবার রাতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করছে জেলা কমিউনিটি পুলিশিং। অনুষ্ঠানে অতিথি ছিলেন পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ বিপিএম, পিপিএম সেবা।
জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহর সভাপতিত্বে এবং সংগঠনের প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মিয়া মো: শাহজাহান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একএম জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক একেএম শামছুদ্দিন জেহান, দৈনিক সুবর্ণ প্রভাত সম্পাদক আলমগীর ইউসুফ, নোয়াখালী টাউন হলের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব পারভেজ, বেগমগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি এমএ জলিল, চাটখিল উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি মো: বেলাল উদ্দিন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক একেএম ছায়েফ উদ্দিন সোহান, সোনাইমুড়ি উপজেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ভিপি বাহার, মাস্টারপাড়া একতা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক গোলাম আকবর, সাংবাদিক আকবর হোসেন সোহাগ প্রমুখ।
এ সময় বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহ্জাহান শেখ পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী, ডিআইও ওয়ান মো: আইনুল হক, সুধারাম মডেল থানার ওসি মো: আনোয়ার হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল খায়ের, টিআই সাখাওয়াত হোসেন সহ কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ বিপিএম, পিপিএম-সেবা বলেন, পুলিশ ও জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জঙ্গি তৎপরতা অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব হয়েছে। একইভাবে সকলের সমন্বিত প্রচেষ্টায় নোয়াখালীকে মাদকমুক্ত করা হবে। মাদকের বিষয়ে পুুলিশের হিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, এ ব্যপারে কাউকেই ছাড় দেয়া হবে না।
অনুষ্ঠান শেষে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একএম জহিরুল ইসলামের নতুন কর্মস্থলে বদলি উপলক্ষে তাকে জেলা কমিউনিটি পুলিশিং এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
নোয়াখালীতে মতবিনিময় সভা
নোয়াখালী প্রতিনিধি-গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা বৃহস্পতিবার নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির সহায়তায় স্থানীয় সরকার বিভাগ আলোচনা সভাটির আযোজন করে। এতে প্রধান অতিথি ছিলে জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রহমান। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মাসুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় ধারণপত্র উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (পর্যায়-২) প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, উজ্জ্বল কুমার দাস চৌধুরী।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাভিশনের নুরুল আমিন, এটিএন বাংলার ফুয়াদ হোসেন, আকবর হোসেন সোহাগ
দৈনিক যায়যায়দিন ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের আবু নাছের মঞ্জু।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন