বাগেরহাটের মোরেলগঞ্জে নির্মণাধীন একটি ভবনের কাজ তদারকীর সময় বিদ্যুতের তারে জড়িয়ে সবুজ সরকার নামে এক শ্রমিক সর্দার নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ২টার দিকে বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সবুজ সরকার(৫০) বগুড়া জেলার গাবতলী উপজেলার বাওইনটোনা গ্রামের মৃত মোফাজ্জেল সরকারের ছেলে।
থানার ওসি ঠাকুর দাস বলেন, নিহত সবুজ তার বোনের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ তাদারকীর সময় নিজের অসতর্কতায় বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হন। তার দুটি সন্তান রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন