সিসিটিভির ফুটেজ দেখে দিনাজপুর শহরে চুরি যাওয়া ৮ লাখ ৮৯ হাজার টাকা উদ্ধার এবং ছিনতাইকারীর ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দুপুরের দিকে তাদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়।
পুলিশ জানায়, ১৪ জুন দিনাজপুর শহরের মর্ডান মোড়ে জনতা ব্যাংকের কর্পোরেট শাখা থেকে সাড়ে ১৪ লাখ টাকা উত্তোলন করে মোটর সাইকেলে যাচ্ছিলেন বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগরের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার শমসের আলী। এসময় মর্ডান মোড়ে জ্যামে আটকা পড়েন তিনি। এই সুযোগে টাকার ব্যাগ নিয়ে সটকে পড়ে ছিনতাইকারীর সদস্যরা। পরে পুলিশ সুপার হামিদুর আলমের নির্দেশে তদন্তে নামেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক বজলুর রশিদ ও উপ-পরিদর্শক সাইফুল্লাহর টিম। ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ দেখে সনাক্ত করা হয় জড়িতদের। গত ২৭ ও ২৮ জুন দুই দিনের বিভিন্ন অভিযানে ওই ৪ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ৪ জনের বাড়ি নীলফামারী ও গাইবান্ধা জেলায়। বিভিন্ন কৌশলে টাকা-পয়সা ও মালামাল হাতিয়ে সটকে পড়া তাদের পেশা বলে পুলিশের কাছে স্বীকার করেছে তারা। ডিবি পুলিশের উপ-পরিদর্শক বজলুর রশিদ এর সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/২৯ জুন ২০১৮/হিমেল