কুমিল্লার লাকসামে ট্রাক ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।
শুক্রবার লাকসাম পৌর সদরের পূর্ব লাকসাম কসাইখানা এলাকায় এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন পূর্ব লাকসাম কসাইখানা এলাকায় অবৈধ লেভেলক্রসিং অতিক্রম করার সময় মাটিবাহী একটি ট্রাকের পিছনে ধাক্কা লাগে, এতে ট্রাকটি ধুমড়েমুচড়ে যায়।
লাকসাম রেলওয়ে থানার ওসি ওসমান গনি পাঠান বলেন, দুর্ঘটনায় কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। ট্রাকের চালক আহত হয় বলে জানা গেছে। ট্রাক চালক ও মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন