টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিকভাবেই চলছে ভোট গ্রহণ। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ভোটগ্রহণ।
জানা যায়, বাসাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত (নৌকা প্রতীকে) আব্দুর রহিম আহমেদ, বিএনপি থেকে বহিষ্কৃত (ধানের শীষ প্রতীকে) মো. এনামুল করিম অটল ও কৃষক শ্রমিক জনতা লীগ মনোনিত (গামছা প্রতীকে) মো. রাহাত হাসান টিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও এ পৌরসভায় তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন এবং নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
বাসাইল পৌরসভায় মোট ১৬ হাজার ৪শ' ভোটার রয়েছে। এর মধ্যে ৭ হাজার ৯২৫ জন পুরুষ ভোটার এবং মহিলা ভোটার ৮ হাজার ৪৭৫ জন। পৌরসভার মেয়র পদে প্রথমবারের মতো দলীয় প্রতীক থাকায় এ নির্বাচনকে ঘিরে গ্রামীণ জনপদের সকল বয়সী মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, আনছার, বিজিবি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি ভোট কেন্দ্রে টহল দিচ্ছেন।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৮/হিমেল