নেত্রকোনা সদর উপজেলার ফরিদপুর গ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান, পারিবারিক কলহের জের ধরে গত ২০১৭ সালের ২৭ অাগস্ট সন্ধ্যায় ঝগড়া এক পর্যায়ে স্ত্রীকে দা দিয়ে কুপ দেয় সাইফুল। এতে ঘটনা স্থলেই স্ত্রীর মৃত্যু হয়। ওইদিন নিহতের ভাই বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় সাইফুল কে আসামি করে মামলা দায়ের করেন। আজ জনাকীর্ণ আদালতে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।
বিডি-প্রতিদিন/ই-জাহান