নোয়াখালীতে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষক-শ্রমিক-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সুবর্ণচর উপজেলার চরজব্বার ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ হয়।
নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। জেলা বিএনপির সদস্য এডভোকেট রবিউল হাসান পলাশসহ সমাবেশে জেলা ও উপজেলার বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, আমাদের শপথ গ্রহণ করতে হবে। কারণ, বাংলাদেশের ওপর শকুনের নজর পড়েছে। বিগত ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করেছে। তারা আবার ফিরে আসতে চাইছে। আর একটি গোষ্ঠী পিআর পদ্ধতিতে নির্বাচন করার দাবি জানিয়ে বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বেশি বিষোদগার করছে। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল