ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমুদ্দিন স্কুলের ৮ম শ্রেণির স্কুল ছাত্র আলাউদ্দিন মাতুব্বর অন্তরের খুনিদের শান্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার বেলা ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ এলাকাবাসী। মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড, মুজিব সড়ক, প্রেস ক্লাব হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অন্তরের খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া এবং পুলিশ সুপার জাকির হোসেন অন্তরের খুনিদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান। একই সাথে মামলাটি দ্রুত বিচারের আওতায় এনে খুনিদের সাজা দিতে সকল প্রকার আইনি সহায়তা করার আশ্বাস প্রদান করেন।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ফের বিক্ষোভ মিছিল বের কর হয় যা প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা অন্তরের খুনিদের গ্রেফতারের দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে নগরকান্দা এলাকার কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়।
গত ৭ জুন জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের স্কুল ছাত্র অন্তরকে অপহরণের পর হত্যা করা হয়। এ পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত আরো ১৮ জন ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
বিডি প্রতিদিন ফারজানা