সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মালিগছ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকার আলাউদ্দিনের ছেলে বাবলু (২০) ও তেঁতুলিয়া উপজেলার বকশিগছ এলাকার খয়রুল ইসলামের ছেলে মাহবুব হোসেন (৩০)। নিহত দুই জনই নির্মাণ শ্রমিক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে তেঁতুলিয়ার মালিগছ এলাকার গমির উদ্দিনের বাড়ির সেপটিক ট্যাংকের ছাদ ঢালাইয়ের সাটারিং খুলতে কুয়োর নিচে নামলে গ্যাসে প্রথমে বাবলু অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করতে মাহবুব নিচে নামলে অসুস্থ্য হয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সেফটিক ট্যাংকটির মুখ বন্ধ ছিল। এ কারণে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হতে পারে। মুখটি খোলার সাথে সাথে নিচে নামার কারণে বিষাক্ত গ্যাস তাদের শরীরের ভেতরে ঢুকে যওয়ার কারণেই ঐ দুই শ্রমিকের মৃত্যু হতে পারে। পোষ্টমর্টেম হলে ব্যাপারটি পরিস্কার হবে।
বিডি প্রতিদিন/ ৮ জুলাই ২০১৮/ ওয়াসিফ