উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নিম্নাঞ্চল ও চর এলাকার লোকজন পানিবন্দি হয়ে পড়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ২১ সে.মি. বেড়ে বিপদ সীমার ৮ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সারিয়াকান্দি ও ধুনট উপজেলার নিম্নাঞ্চল ও চর এলাকার লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে স্থানীয় ওয়াপদা বাঁধে অবস্থান নিয়েছে। বোহাইল, কর্ণিবাড়ী, কাজলা, চালুয়াবাড়ী ও হাটশেরপুর ইউনিয়নের চর গ্রামের লোকজন পানিবন্দি হয়ে পড়ায় তারা দুর্ভোগে পড়েছে। যমুনা নদীর পানিবৃদ্ধির ফলে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত ওয়াপদা বাধ ও তীর সংরক্ষণ কাজ ঝুঁকিমুক্ত রয়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশালি সরোয়ার ই জাহান জানান, যমুনা নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী দু’এক দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করবে। তাই তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। যাতে কোথাও কোন দুর্ঘটনা না ঘটে।
বিডি প্রতিদিন/এ মজুমদার