সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষার্থী তামান্না আক্তারের(৭) নামে ওই স্কুলে নামফলক উন্মোচন ও সংযোগ সড়কের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার স্কুল চত্বরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষিকা সাহিদা খাতুন, আনোয়ারা খাতুন, মোসলেমা খাতুন, আয়নুরনাহার, রাবেয়া বছরি, নাসরিন সুলতানা, শিরিন সুলতানাসহ শিক্ষার্থী, ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, ২০১৭ সালের ৮ জুলাই হাসপাতাল রোডের একটি বেসরকারি ক্লিনিকের ২য় তলায় মায়ের কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে ওই বিদ্যালয়ের তৎকালীন ২য় শ্রেণির শিক্ষার্থী তামান্না আক্তার। প্রয়াত শিক্ষার্থীর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে সংযোগ সড়কটির নামকরণ করা হয়েছে ‘তামান্না আক্তার সংযোগ সড়ক’।ওই সড়কের নামফলক উন্মোচন করেন প্রয়াত শিক্ষার্থীর পিতা উপজেলা নির্বাহী অফিসের সহায়ক আমানত হোসেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কলারোয়া থানা মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান ফারুকী।
বিডি-প্রতিদিন/০৭ জুলাই, ২০১৮/মাহবুব