মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় বাকেরগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ওই কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার ওসি মো. মাসুদুজ্জামান, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মানিক হোসেন মোল্লাসহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল ইসলাম বলেন, মাদকের এই আগ্রাসন থেকে সকলকে মুক্ত রাখতে হবে। মাদক পরিহার করে সমাজে সুস্থ্য-সুন্দর জীবনযাপন করতে হবে।
মতবিনিময় শেষ পর্যায়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য উপস্থিত শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ডিআইজি মো. শফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার