পটুয়াখালীর কলাপাড়ায় ইয়ারাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুরের দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকা থেকে আনিরুল (৩০) ও দোলনকে (২৫) আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এস আই নাজমুলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। এছাড়া তাদের বিরূদ্ধে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামালা হবে। আটককৃতদের বাড়ি ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার