লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সুরাইয়া সোহেল (৩০) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। আজ বুধবার ভোর রাতে উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নের সিংহেরপুল নামক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় দুই পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।
নিহত সোহেল উপজেলার দেনায়েতপুর গ্রামের মৃত মো. আব্দুল মোনায়েমের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ ১৯টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরপাতা ইউনিয়নের সিংহেরপুল এলাকায় একটি পরিত্যক্ত ঘরে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েন। সোহেল পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এসআই মোতাহার হোসেন ও গোলাম মোস্তফা নামে দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ৩০০ পিছ ইয়াবা, ৯ রাউন্ড গুলির খোসা, একটি এল.জি ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, পুলিশ অভিযান চালিয়ে হত্যা, ডাকাতি ও মাদকসহ ১৯ মামলার আসামি সোহেলকে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম