নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে তাদের নামপরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার জানান, সকালে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পণ্যবাহী ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম