ঝিনাইদহ সদর উপজেলার আমতলা এলাকায় কাভার্ডভ্যান চাপায় তোয়াজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত তোয়াজ উদ্দিন চর-মুরারীদহ গ্রামের বাসিন্দা।
সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে আমতলা বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিল বৃদ্ধ তোয়াজ উদ্দিন। এ সময় কুষ্টিয়া থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৮/হিমেল