পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার- এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার ৫টি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও ৪ জন পরিবার পরিকল্পনা কর্মীকে পুরস্কার দেওয়া হয়।
সভায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলী ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী উপ-পরিচালক আবদুর রহিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বেচ্ছায় পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ নারীদের নিজেদের সুবিধামতো সন্তান জন্মদানের সুযোগ করে দেয়। এটি নারী ও নবজাতক উভয়েরই কল্যাণ বয়ে আনে। পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমেই দম্পতিদের অধিকার সুরক্ষিত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা