মৌলভীবাজারের রাজনগর উপজেলার খেয়াঘাটবাজারে বাংলাদেশ পানি উন্নযন বোর্ড'র (পাউবো) প্রায় ১০ কোটি টাকার ডোবা দখল করে পাঁকা স্থাপনা তৈরি করেছে স্থানীয় ভূমি খেকোরা। এতে রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, খেয়াঘাটবাজারে ওয়াপধার উপর যতসব স্থাপনা গড়ে উঠেছে সবগুলো অবৈধ। স্থাপনা তৈরি হওয়াতে সড়ক সংকীর্ণ হয়ে যানঝট লেগেই আছে। তিনি আরও জানান, যারা বন্দোবস্ত নিয়ে আসে তারা ওই ডোবা মাটি ভরাট করে আবার অন্যের কাছে চড়া দামে বিক্রি করে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার'র নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী জানান, খেয়াঘাটবাজারে পাউবোর দেয়া বন্দোবস্ত আগের কিনা, ফাইল বের করে দেখতে হবে। তাছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হলে অর্থ ও জনবলের প্রয়োজন। পর্যায়ক্রমে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার