‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবার পারিকল্পনা বিভাগের আয়োজনে আজ সকালে কালেক্টরেট চত্তর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রনে সচেতনতা বাড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৮/হিমেল