বগুড়ার ধুনটে ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ (৩২) হত্যা মামলায় ৬ আসামির দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই খোকন কুন্ডু ওই ৬ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরা হলেন, গোসাইবাড়ী গ্রামের মৃত নুরুর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), একই গ্রামের মৃত মোক্তালেবের ছেলে হিমেল (২৭), ইসমাইল হোসেনের ছেলে রিকো (৩০), খলিলুর রহমানের ছেলে কায়েস (২২), মৃত মোজার ছেলে বিল্পব (৩৫) ও পূর্ব গুয়াডহুরি গ্রামের আয়নালের ছেলে বেলাল (২৮)।
জানা গেছে, গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী ফকিরপাড়া এলাকার মৃত খোকন হাজীর স্কুল পড়ুয়া মেয়ের সাথে গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রাঙ্গার ছেলে রুমনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে তারা গোপনে বিয়ে করে। কিন্তু বিষয়টি জানাজানি হলে রফিকুল ইসলাম রাঙ্গা ওই প্রেমের বিয়ে অস্বীকার করে। এবিষয় নিয়ে গত ১৩ জুন গোসাইবাড়ী বাজারে রফিকুল ইসলাম রাঙ্গা ও খোকন হাজীর দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে রফিকুল ইসলাম রাঙ্গার ভাগিনা ভান্ডারবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এনজিও কর্মী আরিফুল ইসলাম আরিফ সহ তিন জন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আরিফকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন আরিফ মারা যায়।
এঘটনায় রফিকুল ইসলাম রাঙ্গা বাদী হয়ে ১৬জনের বিরুদ্ধে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিরা গত ৮ জুলাই আদালতে আত্মসমর্পন করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই খোকন কুন্ডু জানান, হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য ১৬ জনের মধ্যে উল্লেখ্যযোগ্য ৬ জন আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার