নোয়াখালীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা জজকোর্ট সড়কে বিক্ষোভ মিছিল শেষে নোয়াখালী প্রেসক্লাব চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ দুখু’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুর রহমান, বিএনপি নেতা ভিপি জসিম, জেলা ছাত্র দলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক নোমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তা না হলে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও জানান।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৮/হিমেল