সিলেটের বিশ্বনাথ উপজেলায় ২ সপ্তাহের ব্যবধানে ফের ছিনতাইয়ের শিকার হয়েছেন আরেক স্কুল শিক্ষিকা।
বুধবার সকালে উপজেলার ধীতপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
স্থানীয় সুত্র জানায়, খাইয়াখাইড়-ধীতপুর মকরম আলী প্রাইমারি স্কুলের
প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) অঞ্জণী রাণী চক্রবর্তী স্কুলের যাবার পথে
ধীতপুর নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেল যোগে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় তাকে মারধর করে স্বর্ণের চেইন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক জানান, এর আগেও একজন
স্কুল শিক্ষিকা ছিনতাইয়ের শিকার হয়েছেন। বিশ্বনাথে ছিনতাই বৃদ্ধি পাওয়ায়
জনমনে আতঙ্ক বিরাজ করছে।
প্রসঙ্গত, গত ২৭ জুন ছিনতাইকারীদের কবলে পড়েন শাহজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সালেহা বেগম। ছিনতাইকারীরা তাকে অচেতন করে তার স্বর্ণের চেইন ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা
পিপিএম বলেন, ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান