বাগেরহাটের মোরেলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া হাত গ্রেনেডটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
র্যাব-৬ এর বোমা নিষ্ক্রিয়কারী একটি বিশেষজ্ঞ দল বুধবার সন্ধ্যা ৭টায় বিষ্ফোরণের মাধ্যমে এটাকে নিষ্ক্রিয় করে।
মঙ্গলবার বিকেলে বহরবুনিয়া গ্রামের একটি পরিত্যাক্ত পুকুর থেকে এই গ্রেনেডটি উদ্ধার করে র্যাব।
র্যাব-৬ এর লে. কমান্ডার শোয়াইব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পরিত্যক্ত অবস্থায় পাওয়া গ্রেনেডটি মোরেলগঞ্জের বালুরমাঠ এলাকায় সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এটি পাকিস্তানের তৈরী আরজেজ গ্রেনেড। যা ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ের হতে পারে।
মোরেলগঞ্জ থানার এসআই আবুল বাশার বলেন, গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য বাগেরহাট আমলী আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজী বুধবার র্যাব-৬ কে নির্দেশ দিলে তারা পুলিশের উপস্থিতিতে এ নির্দেশ বাস্তবায়ন করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন